
বিএনপির ঘোষিত রোববারের সকাল – সন্ধ্যা হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে -ঐক্যফ্রন্ট।
শনিবার এক বিজ্ঞপ্তিতে হরতাল সমর্থনের কথা জানানো হয়েছে ঐক্যফ্রন্ট এর পক্ষ থেকে।
জাতীয় ঐক্যফ্রন্ট -এর শীর্ষ নেতা ও গণ-ফোরাম সভাপতি -ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি -এর সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহবায়ক -এর মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি -ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ এর (একাংশ) চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী সহ বেশ কিছু নেতা এই সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ঢাকার দুটি সিটির নির্বাচনে কারচুপির অভিযোগ করে এই নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে হরতালের ডাক দিয়েছে -বিএনপি।
– নিউজ ডেস্ক / খলিফা নিউজ